দৌলতদিয়ার ১৫০০ পরিবারে মাংস দিলেন ডিআইজি হাবিবুর রহমান
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লির ১৫০০ পরিবারের মাঝে কোরবানির মাংস দিলেন উত্তরণ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান। প্রতি পরিবারকে এক কেজি করে মাংস দেয়া হয়।
বুধবার বিকালে দৌলতদিয়া ইউনিয়নের রেলস্টেশন চত্বরে যৌনকর্মীদের মাঝে এসব মাংস বিতরণ করা হয়। এ সময় রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, গোয়ালন্দ ঘাট থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ আব্দুল্লাহ আল তায়াবীর, অসহায় নারী ঐক্য সংগঠনের সভানেত্রী ঝুমুর বেগমসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
করোনা ও বন্যার ভয়াবহতার মধ্যে ঈদের দিন মাংস পেয়ে আনন্দিত যৌনকর্মীরা। তারা জানান, দৌলতদিয়ার এসব পরিবার এ-নিয়ে দুইবার কোরবানির মাংস পেল।
রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান বলেন, এখানকার পিছিয়ে পড়া জনগোষ্ঠী যেন আনন্দ-উচ্ছ্বাসে থাকতে পারে এ জন্য ডিআইজি হাবিবুর রহমান স্যার দৌলতদিয়া যৌনপল্লিতে বসবাসরত ১৫০০ পরিবারের মাঝে এক কেজি করে কোরবানির মাংস উপহার দিয়েছেন।