বাংলাদেশ ফরেন ট্রেড ইন্সটিটিউট পরিচালনা পর্ষদের সিইও হলেন ড. জাফর উদ্দীন
 
                                                                                                গতকাল ১ জুলাই, ২০২১ তারিখ সকালে ড. মোঃ জাফর উদ্দীন বাংলাদেশ ফরেন ট্রেড ইন্সটিটিউট (বিএফটিআই) -এর চিফ এক্সিকিউটিভ অফিসার পদে যোগদান করেছেন। বাংলাদেশ ফরেন ট্রেড ইন্সটিটিউট পরিচালনা পর্ষদ চিফ এক্সিকিউটিভ অফিসার( সিইও) পদে নিয়োগ পাওয়া বাণিজ্য মন্ত্রণালয় থেকে সদ্য অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব ড. মো. জাফর উদ্দীন বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন সংস্থাটিতে আগামী তিন বছরের জন্য নিয়োগ পেয়েছেন ।   ইতোপূর্বে তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব এবং অর্থবিভাগের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন। 
ড. মোঃ জাফর উদ্দীন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স বিষয়ে বি.কম, অনার্স এবং এম.কম ডিগ্রী অর্জন করেন।  যুক্তরাজ্যের University of Ulster থেকে তিনি সেকেন্ড মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। এছাড়াও তিনি ফিলিপাইনের University of East থেকে Doctor of Business Administration ডিগ্রী অর্জন করেন।
                                
 
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            