শিরোনাম

ভাঙন নিয়ন্ত্রণে সিরাজগঞ্জবাসীর আতঙ্কিত হওয়ার কিছু নেই: পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

 প্রকাশ: ০৩ জুলাই ২০২১, ০১:৫০ পূর্বাহ্ন   |   সচিব





আজ শুক্রবার (২ জুলাই) দুপুরে সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধের ধসে যাওয়া স্থান পরিদর্শন শেষে ব্রিফিংকালে সাংবাদিকদের  বলেন, পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার বলেছেন, শহররক্ষা বাঁধের ভাঙন বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এ নিয়ে সিরাজগঞ্জবাসীর আতঙ্কিত হওয়ার কিছু নেই।

তিনি আরও বলেন, ধসে যাওয়ার পর থেকেই পানি উন্নয়ন বোর্ড দিনরাত কাজ করে সেখানে জিও ব্যাগ, সিসি ব্লক ফেলে ভাঙন নিয়ন্ত্রণে এনেছে। এখনো ভাঙন স্থানে কাজ করা হচ্ছে।  

এ সময় জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলামসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার (২৯ জুন) দুপুরে সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধের হার্ড পয়েন্ট জেলখানা ঘাটের প্রায় ১০০ মিটার এলাকা ধসে যায়।

সচিব এর আরও খবর: