বঙ্গবন্ধুর পরিবারের নিরাপত্তা দেবে স্পেশাল সিকিউরিটি ফোর্স
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের নিরাপত্তা দেবে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)। এজন্য বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের নিরাপত্তা দেয়ার বিষয়টি যুক্ত করে ‘বিশেষ নিরাপত্তা বাহিনী (স্পেশাল সিকিউরিটি ফোর্স) আইন, ২০২১’-এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার (১৭ মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। গণভবন থেকে প্রধানমন্ত্রী ও সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন।
বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের নিরাপত্তা দিতে ‘জাতির পিতার পরিবার-সদস্যগণের নিরাপত্তা আইন, ২০০৯’ রয়েছে। এই আইনে নিরাপত্তা দেয়ার বিষয়টি থাকলেও এসএসএফের মাধ্যমে নিরাপত্তা দেয়ার বিষয়টি নেই। কিন্তু ২০০৯ সালের আইনের অধীনে জাতির পিতার পরিবারের সদস্যদের এসএসএফের মাধ্যমেই নিরাপত্তা দেয়া হচ্ছে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘সামরিক শাসনের সময় জারিকৃত অধ্যাদেশের মাধ্যমে চলছিল (এসএসএফ)। উচ্চ আদালতের নির্দেশনায় এটিকে (অধ্যাদেশ) নতুন করে আইনে রূপান্তর করা হচ্ছে।’
তিনি বলেন, ‘অধ্যাদেশের বিষয়গুলোকেই আইনে রাখা হয়েছে। আইনে নতুন করে যুক্ত করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সদস্য ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের দৈহিক নিরাপত্তা প্রদানের বিষয়টি।’
‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদেরকে আইনে যুক্ত করা হয়েছে।’
জাতির পিতার পরিবারের সদস্য বলতে কাদের বুঝানো হচ্ছে- জানতে চাইলে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘দুই মেয়ে ও তাদের সন্তান। সন্তানদের স্বামী ও স্ত্রী, তাদের সন্তানরা। ক্ষমতায় না থাকলে প্রধানমন্ত্রী হিসেবে যে প্রটোকল পান সেটি শুধু পাবেন না।’
তিনি আরও বলেন, ‘সরকার গেজেট প্রজ্ঞাপন দিয়ে ঘোষিত গুরুত্বপূর্ণ ব্যক্তি, কোনো বিদেশি রাষ্ট্রের রাষ্ট্র ও সরকার প্রধানরা এই আইনের অধীনে নিরাপত্তা পাবেন।’
‘জাতির পিতার পরিবার-সদস্যগণের নিরাপত্তা আইন, ২০০৯’-এ যাই থাকুক না কেন, বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের নিরাপত্তা দেয়ার জন্য বিশেষ নিরাপত্তা বাহিনী আইনের বিধানকে প্রাধান্য দেয়া হবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।