‘ওয়াসার পানির দাম বৃদ্ধির সিদ্ধান্ত গণবিরোধী’
সার পানির দাম বৃদ্ধির সিদ্ধান্ত গণবিরোধী’বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক খালেকুজ্জামান।
ঢাকা: ওয়াসার পানির দাম বৃদ্ধির সিদ্ধান্ত গণবিরোধী উল্লেখ করে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক খালেকুজ্জামান।
মঙ্গলবার (২৫ মে) বাসদের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দাবি করেন।
খালেকুজ্জামান বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতাসীন হয়ে গত ১৩ বছরে ১৪ বার পানির দাম বৃদ্ধি করেছে, যা নগরবাসীর জীবনকে দুর্বিসহ করে তুলেছে। সরকার ওয়াসা বোর্ড সদস্যদের সিদ্ধান্তকে পাশ কাটিয়ে একজন দুর্নীতিবাজকে এক যুগ ধরে ওয়াসার এমডি পদে বহাল রেখে পানি সিন্ডিকেট গড়ে তুলেছে।
বিবৃতিতে তিনি বলেন, গরমকালে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় তীব্র পানি সংকট চলছে। অন্যদিকে পানির সঙ্গে ময়লা এমনকি কেঁচো পর্যন্ত পাওয়া যাচ্ছে। নগরের সুপেয় ও নিরাপদ পানি সরবরাহ এবং সব এলাকায় প্রয়োজনীয় পানি সরবরাহ নিশ্চিত করতে না পারলেও ওই এমডি সুদূর প্রবাসে থেকে পানির দাম বৃদ্ধির ঘোষণা দিয়েছেন।
বিবৃতিতে খালেকুজ্জামান নগরের সব এলাকায় পর্যাপ্ত সুপেয় ও নিরাপদ পানি সরবাহ নিশ্চিত করার এবং মূল্যবৃদ্ধির গণবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহারের জোর দাবি জানান। সেসঙ্গে নিরাপদ সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করা ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার জন্য ঢাকা নগরবাসীর প্রতি আহ্বান জানান তিনি।