সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের ১০টি এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন
 
                                                                                                সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) গত বৃহস্পতিবার ১৭ জুন ২০২১ইং তারিখ দেশব্যাপী ১০টি নতুন এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করা হয়েছে। 
ভার্চুয়াল প্লাটফর্মে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করা হয়। ব্যাংকের প্রধান কার্যালয় হতে নতুন এজেন্ট ব্যাংকিং আউটলেটগুলো যথাক্রমে কুমিল্লার ঘনিয়ার চর বাজার, রাজার বাজার, রতনপুর বাজার ও কোরবানপুর বাজার, ময়মনসিংহের মাইজবাগ বাজার, কক্সবাজারের ফকিরা বাজার, নোয়াখালীর জিরতলী বাজার ও লেমুয়া বাজার, নরসিংদীর ঠাকুর বাড়ী মোড় বাজার এবং লক্ষ্মীপুরের চর লরেন্স বাজারে উদ্বোধন করেন।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবু নাসের চৌধুরী, মো. সিরাজুল হক ও মো. সামছুল হক, কোম্পানি সচিব আব্দুল হান্নান খান, মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান মো. মনিরুজ্জামান, এজেন্ট ব্যাংকিং ডিভিশনের প্রধান মো. মশিউর রহমান। 
এছাড়াও অনুষ্ঠানে আরও অংশ নেন বিভিন্ন শাখার শাখা ব্যবস্থাপক, আউটলেটগুলোর এজেন্টসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
                                
 
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            