ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের চার উপশাখার উদ্বোধন
 
                                                                                                গতকাল মঙ্গলবার শরীয়াহ্ভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের লক্ষে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ৪টি উপশাখার উদ্বোধন করা হয়েছে। 
উদ্বোধন করা উপশাখাগুলোর মধ্যে হলো- চট্টগ্রামের মীরসরাই-এ বারৈয়ারহাট উপশাখা, কক্সবাজারের উখিয়ায় মরিচ্যা বাজার উপশাখা, ঢাকার হাজারীবাগে হাজারীবাগ উপশাখা, যশোরের ঝিকরগাছায় ছুটিপুর বাজার উপশাখা। 
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোঃ আলী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ উপশাখাসমূহের উদ্বোধন করেন। 
এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকদ্বয় আবদুল আজিজ ও মো. মোস্তফা খায়ের, উপব্যবস্থাপনা পরিচালকদ্বয় মো. জহুরুল হক ও মো. মাসুদুর রহমান শাহসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠান উপলক্ষে দোয়া মাহ্ফিলের আয়োজন করা হয়।
                                
 
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            