এস আলম গ্রুপ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ২০টি হাই-ফ্লো ন্যাজল ক্যানোলা দিয়েছে
 
                                                                                                এস.আলম গ্রুপের চেয়ারম্যান এর পিএস আলহাজ্ব আকিজ উদ্দীন চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে আজ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এস.আলম গ্রুপের পক্ষ থেকে বরিশালে কোভিড আক্রান্ত ব্যক্তিদের জন্য ২০টি  প্রদানকারী হাই-ফ্লো ন্যাজল ক্যানোলা বরিশাল বিভাগের সরকারী উর্ধতন কর্মকর্তাদের নিকট হস্তান্তর করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার , জেলা প্রশাসক , মেডিকেল কলেজের অধ্যক্ষ, সাংবাদিক ও অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ।
                                
 
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            