রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কারে বৃহৎ শিল্পে প্রথম বিআরবি কেবল ও বিএটিবিসি
 
                                                                                                দেশে রাষ্ট্রপতি শিল্প উন্নয়ন পুরস্কারে বৃহৎ শিল্প ক্যাটাগরিতে প্রথম অবস্থানে রয়েছে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। যৌথভাবে প্রথম অবস্থানে থাকা আরেকটি প্রতিষ্ঠান হলো তামাক খাতের বহুজাতিক ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড (বিএটিবিসি)। গত ২৭ জুন ২০২১ইং তারিখ রোববার এ-সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে শিল্প মন্ত্রণালয়।
বেসরকারি খাতে শিল্প স্থাপন, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রপতি শিল্প উন্নয়ন পুরস্কার দেয় শিল্প মন্ত্রণালয়। এজন্য অনুসরণ করা হয় ২০১৩ সালে প্রণয়ন করা রাষ্ট্রপতি শিল্প উন্নয়ন পুরস্কার-সংক্রান্ত নির্দেশনাবলী। সম্প্রতি প্রকাশিত প্রজ্ঞাপন অনুযায়ী ২০১৯ সালের পুরস্কার দিতে ছয়টি ক্যাটাগরিতে ১৯টি শিল্পপ্রতিষ্ঠান নির্বাচিত করা হয়।
বৃহৎ শিল্প ক্যাটাগরিতে দ্বিতীয় অবস্থানে রয়েছে মীর সিরামিক লিমিটেড। তৃতীয় অবস্থানে আছে জাবের অ্যান্ড জোবায়ের ফ্যাব্রিকস লিমিটেড। মাঝারি শিল্প ক্যাটাগরিতে প্রথম অবস্থানে আছে বেঙ্গল পলিমার ওয়্যারস লিমিটেড। দ্বিতীয় অবস্থানে রয়েছে নোমান টেরি টাওয়েল মিলস লিমিটেড এবং যৌথভাবে তৃতীয় অবস্থানে আছে অকো-টেক্স লিমিটেড ও ক্রিমসন রোসেলা সি ফুড লিমিটেড।
ক্ষুদ্র শিল্প ক্যাটাগরিতে প্রথম অবস্থানে রয়েছে প্রমি অ্যাগ্রো ফুডস লিমিটেড। দ্বিতীয় অবস্থানে আছে মাধবদী ডায়িং ফিনিশিং মিলস লিমিটেড এবং তৃতীয় অবস্থানে আছে এপিএস হোল্ডিংস লিমিটেড। মাইক্রো শিল্প ক্যাটাগরিতে প্রথম অবস্থানে রয়েছে মাসকো ডেইরি এন্টারপ্রাইজ। দ্বিতীয় অবস্থানে আছে খান বেবেলাইট প্রডাক্টস এবং তৃতীয় অবস্থানে রয়েছে র্যা ভেন অ্যাগ্রো কেমিক্যালস লিমিটেড।
কুটির শিল্প ক্যাটাগরিতে প্রথম অবস্থানে আছে কোর-দি জুট ওয়ার্কস এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে সামসুন্নাহার টেক্সটাইলস মিলস। এ ক্যাটাগরিতে তৃতীয় অবস্থানের কোনো উল্লেখ নেই। হাইটেক শিল্প ক্যাটাগরিতে প্রথম অবস্থানে আছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। দ্বিতীয় অবস্থানে রয়েছে ইনফরমেশন টেকনোলজি কনসালট্যান্টস লিমিটেড এবং তৃতীয় অবস্থানে থাকা প্রতিষ্ঠানটি হলো সামিট কমিউনিকেশনস লিমিটেড।
                                
 
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            