এবার কেনাকাটা হোক ঘরে বসে ডায়মন্ড ওয়ার্ল্ড অনলাইন শপ এ
 
                                                                                                চলতি মাসের শেষ তৃতীয়াংশে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তর ধর্মীয় উৎসব ঈদুল আযহা উদযাপিত হবে, কিন্তু মাসের শুরুতেই করোনা সংক্রমন এর বিস্তার রোধে চলছে দেশ জুড়ে সর্বাত্নক লকডাউন। তাই যে সকল গ্রাহকগণ একটু আগে ভাগে ঈদ প্রস্তুতি সেরে নিতে চান তাদের জন্য দেশের সববৃহৎ চেইন শপ ডায়মন্ড ওয়ার্ল্ড এবার একটু বড় পরিসরে অনলাইন শপিং এর আয়োজন করেছে। এবারই প্রথম বারের মতে শৌখিন ও সৌন্দর্য প্রিয় গ্রাহকদের জন্য ডায়মন্ড ওয়ার্ল্ড নিয়ে এলো কোহিনূর কালেকশন। এছাড়াও থাকছে, স্পেশাল ডায়মন্ড আলফাবেট রিং কালেকশন, ডায়মন্ড নোসপিন কালেকশন, ডায়মন্ড লকেট কালেকশন, ডায়মন্ড রিং কালেকশন, লাইট ওয়েট গোল্ড জুয়েলারী ও
প্লাটিনাম মেনস কালেকশন। 
অনলাইনে অর্ডার করতে ভিজিট করতে হবে  www.diamondworldltd.com লিংকে অথবা বিস্তারিত জানতে কল করা যাবেঃ ০১৭১৩-১৯৯২৭০ নম্বরে। পেমেন্ট করা যাবে বিকাশ সহ প্রায় সকল মোবাইল ওয়ালেট থেকে এবং ব্যবহার করা যাবে যে কোন ব্যাংক এর ডেবিট বা ক্রেডিট কার্ড।
আর এই অনলাইন প্রমোশনে অর্ডার করলেই একজন গ্রাহক পাবেন ডায়মন্ড জুয়েলারীতে ২৭% ডিসকাউন্ট, গোল্ড কয়েন ও প্লাটিনাম জুয়েলারী এর মেকিং চার্জ এ আকর্যণীয় ডিসকাউন্ট, ১০ লক্ষ টাকা পর্যন্ত ফ্রি লাইফ ইন্সুরেন্স সুবিধা ও আকর্যণীয় গিফট হ্যাম্পার।
                                
 
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            