সাজিদা ফাউন্ডেশনকে ৯১ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করেছে সিটিব্যাংক এনএ
 
                                                                                                গত বছর থেকেই দেশের বিভিন্ন স্থানে করোনাভাইরাস মহামারী মোকাবেলায় বিভিন্ন সহায়তা কার্যক্রমের সঙ্গে অংশগ্রহণ করে আসছে সিটিব্যাংক এনএ। কভিড-১৯ মোকাবেলায় সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে বেসরকারি সংস্থা সাজিদা ফাউন্ডেশনকে ৯১ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করেছে সিটিব্যাংক এনএ। সহায়তাস্বরূপ প্রদানকৃত এ অর্থ কভিডের কারণে খাদ্য, স্বাস্থ্য ও স্বাস্থ্যসংক্রান্ত অনিরাপত্তায় ভোগা নিম্ন আয়ের মানুষদের সাহায্যার্থে ব্যবহার করা হবে। ঢাকা, চট্টগ্রাম, চাঁদপুর ও কেরানীগঞ্জে এ সহায়তা কার্যক্রম পরিচালনা করবে সাজিদা ফাউন্ডেশন।
সিটিব্যাংক এনএ বাংলাদেশের আঞ্চলিক কর্মকর্তা এন রাজাশেখরন জানান, কভিড-১৯-এর দ্বিতীয় ঢেউয়ে অনেক নিম্ন আয়ের মানুষ তাদের মৌলিক চাহিদা পূরণে হিমশিম খাচ্ছে। বৈশ্বিক মহামারীর এ সময়ে আমরা এসব মানুষের পাশে দাঁড়াতে পেরে গর্ববোধ করছি।
সাজিদা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জাহিদা ফিজা কাবির জানান, আমরা সবচেয়ে দুর্বল জনগোষ্ঠীকে চিহ্নিত করে তাদের সহায়তার জন্য বিবেচনা করব। মূলত অর্থনৈতিক, স্বাস্থ্য, শিক্ষা, জীবনযাপন পদ্ধতি, প্রতিবন্ধকতা ইত্যাদির ওপর ভিত্তি করে আমরা দুর্বল জনগোষ্ঠীকে চিহ্নিত করব। আমরা আমাদের কার্যক্রমের মাধ্যমে এসব পরিবারকে একটি স্থায়ী সহায়তার ব্যবস্থা করব।

 
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            