শাহ্জালাল ইসলামী ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত
 
                                                                                                শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের ‘অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২১’ গতকাল শনিবার ১০ জুলাই ২০২১ইং তারিখ এক ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম. শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান মো. সানাউল্লাহ সাহিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান মো. সামছুদ্দোহা সিমু অনুষ্ঠানটি মডারেটরের দায়িত্ব পালন করেন। 
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক আব্দুল হালিম, মহিউদ্দিন আহমেদ, আক্কাচ উদ্দিন মোল্লা, ইঞ্জিনিয়ার মো. তৌহিদুর রহমান, এ. কে. আজাদ, মোহাম্মদ ইউনুছ, মো. গোলাম কুদ্দুছ, স্বতন্ত্র পরিচালক কেএএম মাজেদুর রহমান ও নাসির উদ্দিন আহমেদ, ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান আল্লামা মুফতী আব্দুল হালীম বুখারী, ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) আব্দুল আজিজ ও এসএম মঈনুদ্দীন চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. শাহ্জাহান সিরাজ, এম. আখতার হোসেন, মিঞা কামরুল হাসান চৌধুরী, ইমতিয়াজ ইউ. আহমেদ ও নাসিম সেকান্দার। 
প্রধান কার্যালয়ের নির্বাহীরাসহ বিভিন্ন বিভাগের প্রধানরা, ১৩২টি শাখা ও দুটি উপশাখার ব্যবস্থাপক এবং বিভিন্ন শাখার নির্বাহী ও কর্মকর্তাসহ মোট ৮৫০ জন অংশগ্রহণকারী ভার্চুয়াল প্লাটফর্মে ওই সম্মেলনে অংশ নেন।
                                
 
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            