প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত
 
                                                                                                প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২১ গতকাল শনিবার ১০ জুলাই ২০২১ইং তারিখ এক ভার্চুয়াল কনফারেন্সিংয়ের মাধ্যমে অনুষ্ঠিত হয়। 
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা ডা. এইচ.বি.এম. ইকবাল। ব্যাংকের উপদেষ্টা মুহাম্মদ আলী, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এম. রিয়াজুল করিমসহ আরও অনেকেই সম্মেলনে উপস্থিত ছিলেন। 
এতে উদ্বোধনী বক্তব্যে প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. এইচ.বি.এম. ইকবাল ২০২১ সালের প্রথম অর্ধবছরের বৃদ্ধি ও উন্নয়ন উপলক্ষে ব্যাংকের শাখা পরিচালক এবং জোনাল হেডের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, সাফল্যের এ প্রবণতা ২০২১ সালের দ্বিতীয় অর্ধবছরে ব্যাংকিং খাতে নিজেদের অবস্থানকে আরও সমৃদ্ধ করবে। সম্মেলনে অংশ নেওয়া সব শাখা পরিচালক জোনাল হেড ও প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগীয় প্রধানরা ২০২১ সালের প্রথম অর্ধবছরে ব্যাংকের ব্যবসায়িক কর্মক্ষমতা পর্যালোচনা করেন।২০২১ সালের পূর্ণ লক্ষ্যমাত্রা অর্জনের উদ্দেশ্যে ব্যাংক ব্যবসায় উন্নয়নের কলাকৌশল ও চ্যালেঞ্জের ওপর গুরুত্বারোপ করেন। 
২০২১ সালের শেষে প্রিমিয়ার ব্যাংককে দেশের অন্যতম সেরা ব্যাংকের তালিকায় আরও এগিয়ে নিয়ে যেতে বর্তমান করোনাভাইরাস পরিস্থিতি, অর্থনৈতিক ক্ষেত্র এবং সার্বিক বাণিজ্যিক অগ্রগতি পর্যালোচনা সাপেক্ষে পরিকল্পিত ব্যবসা ও নতুন নতুন ব্যবসায়িক পণ্যের প্রচলন আবশ্যিক বলে মত দেন ব্যাংকের উপদেষ্টা, এমডি, সিইওসহ উচ্চপদস্থ কর্মকর্তারা।
                                
 
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            