জেয়াদ আল মালুমের নামাজে জানাজায় অংশ নিলেন মেয়র তাপস
 
                                                                                                আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) প্রসিকিউটর জেয়াদ আল মালুম এর নামাজে জানাজায় অংশ নিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
আজ রবিবার (২৭ জুন) বাদ যোহর মেয়র ব্যারিস্টার শেখ তাপস সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে আইসিটি প্রসিকিউটর প্রয়াত জেয়াদ আল মালুমের নামাজে জানাজায় অংশ নেন। নামাজে জানাজা পরবর্তী ব্যারিস্টার শেখ তাপস ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র এবং বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্যসচিব হিসেবে আলাদা আলাদাভাবে মরহুমের মরদেহে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি জানান।  
                                
 
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            