কোরবানির বর্জ্য পরিচ্ছন্নতা কর্মীদের হাতে দিন: তাপস
 
                                                                                                কোরবানির বর্জ্য পরিচ্ছন্নতা কর্মীদের হাতে দিতে বলেছেন দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।  
বুধবার  (২১ জুলাই) বায়তুল মোকাররমে ঈদুল আজহার নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।
তিনি বলেন, ত্যাগের মহিমায় সারাদেশে ঈদুল আজহার উদযাপিত হচ্ছে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও ঢাকাবাসীসহ সারাদেশবাসীকে আমি ঈদুল আজহার শুভেচ্ছা জানাই। ঢাকাবাসীর কাছে নিবেদন করবো আপনারা অত্যন্ত সুষ্ঠুভাবে পবিত্র ঈদুল আজহা উদযাপন করুন। আপনারা কোরবানির বর্জ্য আমাদের নির্ধারিত স্থান ও সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের হাতে দিন যাতে করে আমরা আগামী ২৪ ঘণ্টার মধ্যে শহর থেকে সকল বর্জ্য অপসারণ করতে পারি।
তিনি আরো বলেন, আমাদের বিশাল জনবল আজ থেকে মাঠে কাজ করবে। একটি পরিষ্কার-পরিচ্ছন্ন শহর যেন ঢাকাবাসীকে উপহার দিতে পারি বলে তিনি উল্লেখ করেন।
                                
 
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            