‘অন দ্য স্পট’ শুনানি গ্রহণ ও চেক বিতরণ করলো রংপুর জেলা প্রশাসন
 
                                                                                                রংপুর জেলা প্রশাসন ভূমি অধিগ্রহণ (এলএ) কাজে  ‘অন দ্য স্পট’ শুনানি গ্রহণ ও চেক বিতরণ কার্যক্রম গ্রহণ করেছে।  রংপুর-ঢাকা মহাসড়ক প্রশস্তকরণ প্রকল্পসহ বিভিন্ন প্রকল্পের 'অন দি স্পট' শুনানি ও ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে। এছাড়া বিতরণ করা হচ্ছে চলমান প্রকল্পসমূহের চেক। এ প্রক্রিয়ায় এলএ মামলাগুলোর কার্যক্রম সুষ্ঠু ও দ্রুত নিষ্পত্তি এবং ক্ষতিগ্রস্ত জমির মালিকদের স্বল্প সময়ে চেক বিতরণ করা হচ্ছে।
এ প্রক্রিয়ায় বর্তমানে দ্রুত সময়ে জনগণের হাতে ক্ষতিপূরণের টাকা পৌঁছে দিতে রংপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে ‘অন দ্য স্পট শুনানি’ ও নির্ধারিত তারিখে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। জেলা প্রশাসক, রংপুর এর নেতৃত্বে 'অন দি স্পট' শুনানি গ্রহণ ও সংশ্লিষ্ট এলাকায় গিয়ে চেক হস্তান্তর কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। 
এরই ধারাবাহিকতায় আজ (১২ জুন) রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায় 'অন দি স্পট' শুনানি অনুষ্ঠিত হয়। এসময় রংপুর জেলার জেলা প্রশাসক মোঃ আসিব আহসান স্পটে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ করেন। আজ ৬৮ জনের মাঝে প্রায় ৬ কোটি টাকার চেক বিতরণ করা হয়।
                                
 
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            