বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানের আয়োজন
 
                                                                                                বগুড়ায় বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে সরকারি যানবাহন অধিদপ্তরের আওতায় বগুড়া জেলা পুলে কর্মরত ১১-২০ গ্রেডের গাড়িচালক, স্পিডবোট চালক, মেকানিক ও হেলপারদের জন্য ৫০ ঘন্টার পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি (২০২০-২১ অর্থবছর) -এর সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সরকারি যানবাহন অধিদপ্তরের পরিবহন কমিশনার (অতিরিক্ত সচিব) মো. মিজানুর রহমান । 
উক্ত সভায় সভাপতিত্ব করেন বগুড়া জেলার  জেলা প্রশাসক মো. জিয়াউল হক। এসময় অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
                                
 
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            