২য় পর্যায়ে আগামীকাল খুলনায় হস্তান্তর হবে ১৩৫১ পাকা ঘর
 
                                                                                                প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নের লক্ষ্যে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় গত জেলা প্রশাসকদের মাধ্যমে দেশের সকল ভূমিহীন-গৃহহীন পরিবারের তালিকা প্রণয়ন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ২য় পর্যায়ে দেশের সকল জেলায় সর্বমোট ৫৩৩৪০টি পরিবারকে জমিসহ গৃহ প্রদান কার্যক্রম সমাপ্ত হয়েছে। কার্যক্রমটির  প্রধানমন্ত্রী কর্তৃক শুভ উদ্বোধনের জন্য ২০জুন নির্ধারণ করা হয়েছে।  প্রথম পর্যায়ে খুলনা জেলায় ৯২২টি গৃহ নির্মাণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। ২য় পর্যায়ে খুলনা জেলার ৯টি উপজেলার ১৩৫১টি গৃহনির্মাণের বরাদ্দ পাওয়া গেছে।
 মুজিববর্ষ উপলক্ষে প্রথম পর্যায়ে ৬৬১৮৯টি পরিবারের প্রত্যেককে ২ শতক সরকারি খাস জমি বন্দোবস্ত প্রদানপূর্বক একক দ্বি-কক্ষ বিশিষ্ট সেমি-পাকা গৃহ নির্মাণ করে দেয়া হয়েছে। মুজিববর্ষে ২১টি জেলার ৩৬টি উপজেলার ৪৪টি  প্রকল্পগ্রামে ৭৪৩টি ব্যারাক নির্মাণের মাধ্যমে ৩৭১৫টি পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। 
খুলনা  জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেন এর প্রত্যক্ষ মনিটরিং ও সুপারভিশনে খুলনা জেলার ভূমিহীন পুনর্বাসন এর বিশাল কর্মযজ্ঞ কার্যক্রম পরিচালিত হয়েছে। উপকারভোগী বাছাইয়ের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। পুনর্বাসনের লক্ষ্যে প্রযোজ্য ক্ষেত্রে সরকারি খাস জমি থেকে অবৈধ দখলদার উচ্ছেদ করা হয়েছে। 
উল্লেখ্য যে, খুলনা বিভাগের মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ সংখ্যক গৃহ (১৩৫১টি) প্রদান করা হয়েছে। 

 
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            