মুন্সিগঞ্জে নতুন ঠিকানা পেলো ৩২৫টি পরিবার
 
                                                                                                কায়সার সামির (মুন্সিগঞ্জ)
মুজিব শতবর্ষ উপলক্ষে দ্বিতীয় দফায় সারাদেশের ন্যায় মুন্সিগঞ্জে ৩২৫টি গৃহ ও ভূমিহীন পরিবার পেল তাদের নতুন ঠিকানা। আশ্রয়ণ ২ প্রকল্পের মাধ্যমে  রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপকারভোগীদের মাঝে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানের উদ্বোধন করেন।
এ সময় উপকারভোগীদের হাতে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করেন মুন্সিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য এড মৃণাল কান্তি দাস, জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিনহাজ আবেদীন। 
এদিকে স্থানীয় সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে সদর উপজেলার ৮০ জনকে ১০ হাজার টাকা করে চেক প্রদান করা হয়। 
এর আগে প্রথম দফায় জেলায় মোট ৫০৮টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে জমি দলিল ও ঘর প্রদান করা হয়েছে। 
                                
 
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            