শিরোনাম

রংপুরে জমিসহ ঘর পেল ৭১৫ ভূমি ও গৃহহীন পরিবার

 প্রকাশ: ২১ জুন ২০২১, ১১:৫১ অপরাহ্ন   |   জেলা প্রশাসন


মুজিববর্ষে ২য় পর্যায়ে রংপুরে আরও ৭১৫ টি ভূমিহীন-গৃহহীন পরিবার জমিসহ ঘর পেল। ২০ জুন সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে প্রধান অতিথি হিসেবে  প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে জমিসহ ঘর প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন। সারাদেশে মোট ৫৩ হাজার ৩৪০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ ঘর হস্তান্তর করা হয়। 
রংপুর জেলার ৮ টি উপজেলার মধ্যে সদর উপজেলায় ১০০ টি পরিবার, পীরগঞ্জে ১০০ টি পরিবার, পীরগাছায় ৪০ টি পরিবার, কাউনিয়া ২০০ টি পরিবার, মিঠাপুকুর ৬৫ টি পরিবার, তারাগঞ্জে ১০০ টি পরিবার, বদরগঞ্জে ১০ টি পরিবার ও গংগাচড়ায় ১০০টি পরিবারের মাঝে জমিসহ ঘর হস্তান্তর করা হয়। পীরগাছা উপজেলায় জমিসহ ঘর হস্তান্তর কার্যক্রমে অংশগ্রহণ করেন রংপুর জেলা প্রশাসক মোঃ আসিব আহসান।

জেলা প্রশাসন এর আরও খবর: