রাজবাড়ীতে করোনা ভাইরাস রোধে ভ্রাম্যমাণ আদালতের ১৭ মামলায় ১৪ হাজার ৬০০ টাকা জরিমানা
 
                                                                                                রাজবাড়ীতে গতকাল মঙ্গলবার ২২ জুন ২০২১ইং তারিখ মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা নির্দেশনা অনুযায়ী করোনা ভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) -এর বিস্তার রোধ কল্পে সার্বিক কার্যাবলি ও চলাচলে বিধি-নিষেধ আরোপ নিশ্চিত করতে রাজবাড়ী সদর উপজেলাসহ বালিয়াকান্দি, পাংশা, কালুখালী ও গোয়ালন্দ উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। 
এ সময় মোট ১৭টি মামলায় ১৪ হাজার ৬০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এছাড়াও করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মন্ত্রিপরিষদের জারি করা নির্দেশনাটি ব্যাপকভাবে প্রচার প্রচারণাসহ জনগণকে সচেতন করা হয় এবং মাস্ক বিতরণ করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে সবাইকে সরকারি নির্দেশনা মেনে চলতে, অতি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হতে, সঠিকভাবে মাস্ক পরিধান করতে এবং করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ করতে বলা হয়েছে।
                                
 
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            