ময়মনসিংহে বন্যার্তদের ত্রাণ বিতরণ জেলা প্রশাসনের
 
                                                                                                এইচ. এম জোবায়ের হোসাইন (ময়মনসিংহ) :
হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্থ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া ৪১টি বন্যাদুর্গত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। ৩রা জুলাই শনিবার দুপুরে হালুয়াঘাট পৌরসভায় "সেন্ট ম্যারিজ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সমর কান্তি বসাক বন্যাদুর্গতদের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
এসময় এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল করিম, উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম, পৌর মেয়র মোঃ খায়রুল আলম ভূঞা, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ কবিরুল ইসলাম বেগ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রশিদ, যুগ্ম সাধারন সম্পাদক মোর্শেদ আনোয়ার খোকন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, মোহাম্মদ আলাল উদ্দিন, ভারপ্রাপ্ত ইউ.পি. চেয়ারম্যান সহ উপজেলা প্রশাসন অন্যান্য দপ্তরের কর্মকর্তাগণ ওউপজেলা আওয়ামিলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য- গত ৩০ জুনে হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলায় ফ্ল্যাশ ফ্লাড হওয়া হঠাৎ এই বন্যায় গৃহহীন হয়ে বন্যা আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে বেশ কিছু পরিবার। তাদের বিপদে পাশে দাড়াতে জেলা প্রশাসনের পক্ষ থেকে আশ্রয় কেন্দ্রে অবস্থানরত ৪১টি বন্যাদুর্গত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করার পাশাপাশি একইভাবে ধোবাউড়া উপজেলার ২০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
এসময় ত্রাণ সামগ্রী হিসাবে প্রত্যেক পরিবারের মাঝে চাল, ডাল, তেল, লবণ, সাবান ও আলু বিতরণ করা হয়। এছাড়াও তাদের স্বাস্থ্যসেবা নিশ্চত করতে এবং প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে এবং নিরাপদ পানি ব্যবস্থা করার জন্য জনস্বাস্থ্য অধিদপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হয়।
পরে জেলা প্রশাসনের পক্ষে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন এবং আশ্রয় কেন্দ্রে অবস্থানরত পরিবারগুলোর হাতে এসব ত্রাণ সামগ্রী তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সমর কান্তি বসাক। এসময় তিনি জানান- ক্রমান্বয়ে ২,০০০ পরিবারের মাঝে সরকারের পক্ষ থেকে এ ত্রাণসামগ্রী তুলে দেওয়া হবে।

 
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            