বান্দরবানে ৩৭০ জন অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে ত্রাণ বিতরণ
 
                                                                                                গতকাল শুক্রবার ৯ জুলাই ২০২১ইং তারিখ বান্দরবান পার্বত্য জেলার জিমনেসিয়াম মাঠে ৪র্থ পর্যায়ে ৩৭০ জন অসহায় ও দরিদ্র মানুষকে প্রধানমন্ত্রীর উপহার ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। 
এ পর্যায়ে বান্দরবান পার্বত্য জেলার শীল কল্যাণ সমিতির কর্মচারী, বিভিন্ন পেশার দিনমজুর, গৃহকর্মী ও আবাসিক হোটেল, মোটেল, গেস্টাহাউজের কর্মচারীদের ত্রাণ সামগ্রী দেওয়া হয়। 
ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি। 
এছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক (উপসচিব) মো. লুৎফুর রহমান, জেলা সিভিল সার্জন, অতিরিক্ত পুলিশ সুপারসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
                                
 
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            