তাহিরপুরে আশ্রয়কেন্দ্রের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
 
                                                                                                মুজিববর্ষ উপলক্ষে হাওর বেষ্টিত সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের দ্বিজেন্দ্র কুমার নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও বন্যাকালীন আশ্রয়কেন্দ্রের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার বেলা ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে নবনির্মিত এ আশ্রয়কেন্দ্রটির উদ্বোধন করেন। 
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে আশ্রয়কেন্দ্রটি নির্মাণ করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় এলাকাবাসী ও বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
এর আগে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহের সভাপতিত্বে উদ্বোধনী সভায় দ্বিজেন্দ্র কুমার নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা দীনেশ তালুকদারের ছেলে দীপক তালুকদার বলেন, ‘আমার বাবার দীর্ঘদিনের স্বপ্ন ছিল বিদ্যালয়টি প্রতিষ্ঠিত করার, আজ সেই স্বপ্ন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাস্তবায়ন করেছেন। টিনের ঘর থেকে বিদ্যালয়টি আজ তিন তলা ভবনে নির্মিত হয়েছে, এজন্য হাওর বাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’
এসময় আরও বক্তব্য দেন- সুনামগঞ্জ-১ আসনের সাংসদ ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হোসেন খাঁন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুস সোবহান আখঞ্জী, ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, উপজেলা প্রকৌশলী ইকবাল কবির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শফিকুল ইসলাম, তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ তরফদার, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ্বজিৎ সরকার,উপজেলা যুবলীগ আহ্বায়ক হাফিজ উদ্দিন, যুগ্ম আহ্বায়ক রায়হান উদ্দিন রিপন, বালিজুরি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিলন তালুকদার, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল মিয়া, উপজেলা যুবলীগ নেতা আবুল কাশেম, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবুল বাসার, উপজেলা ছাত্রলীগ নেতা রাজন চন্দ, রাহাদ হায়দার, জাহিদ হাসান রুবেল, ধর্মপাশা উপজেলা সেচ্ছাসেবকলীগ আহবায়ক আব্দুল বারেক ছোটন প্রমুখ।

 
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            