ভোলার জেলা প্রশাসক মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরী কর্মহীন অসহায় মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেন
 
                                                                                                সিমা বেগম (ভোলা সদর):
কোভিড-১৯ এর কারণে ভোলায় কর্মহীন হয়ে পড়া অসহায় দরিদ্র মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
ভোলা জেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১২ জুলাই) বেলা ১২টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে জেলা প্রশাসক মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরী এ ত্রাণসামগ্রী বিতরণ করেন।
এসময় ২০০শত’ অসহায় মানুষের মাঝে ত্রাণসামগ্রী হিসেবে প্রতি পরিবারকে ১০কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি লবণ দেওয়া হয়।
জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ভোলায় কোভিড-১৯ এর কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় ও দুস্থ পরিবারের সদস্যদের মধ্যে এই ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে। কোভিড-১৯ চলাকালে সরকারের পক্ষ থেকে এই সহায়তা অব্যাহত থাকবে।
এসময় তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে সরকারের নির্দেশাবলী প্রতিপালনের জন্য আহবান জানান এবং কেউ এই লকডাউনের কারণে অভুক্ত থাকলে অবশ্যই জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার আহবান জানান।
ত্রাণ সামগ্রী বিতরণকালে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মামুন আল ফারুক, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ মোতাহার হোসেনসহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বৃন্দ উপস্থিত ছিলেন।
                                
 
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            