জামালপুরের জেলা প্রশাসক মুর্শেদা জামান এর প্রধানমন্ত্রীর ত্রাণ উপহার বিতরন
 
                                                                                                শামীম আলম (জামালপুর): 
জামালপুরে জেলা প্রশাসক মুশের্দা জামান অসহায় ৫০০ পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরন করেন।
 করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে চলমান লকডাউনের কারণে নিম্ন-আয়ের মানুষরা কর্মহীন হয়ে পড়েছেন। এ সময় আজ সোমবার বিকাল ৬ টায় জামালপুর বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে করোনার কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় ৫০০ পরিবারের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী ১০ কোজি করে চাউল এবং ৫০০ করে টাকা বিতরণ করছেন জামালপুরের জেলা প্রশাসক মুর্শেদা জামান।
এসময় জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকলেছুর রহমান, জামালপুর পৌরসভার মেয়র  ছানোয়ার হোসেন ছানু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 
                                
 
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            