ভোলায় চার উপজেলার ১২ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থীদের শপথ অনুষ্ঠিত
 
                                                                                                সিমা বেগম (ভোলা সদর):
ভোলার চার উপজেলার ১২ ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান প্রার্থীদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে।
আজ(১৩ জুলাই) মঙ্গলবার বিকেলে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে চার উপজেলার নব-নির্বাচিত ১২ জন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান ভোলা জেলা প্রশাসক মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মামুন আল ফারুক, যুগান্তর প্রতিনিধি অমিতাভ রায় অপু।
উল্লেখ, গত ২১ জুন ভোলার বোরহানউদ্দিন, তজুমউদ্দিন, চরফ্যাশন ও মনপুরা চার উপজেলার ১২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬ ইউনিয়ন পরিষদে বিনা প্রতিদন্ধিতায় ৬ জন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
বাকি ৬টির ৩টিতে সতন্ত্র প্রার্থী ও ৩টিতে নৌকা প্রতিক প্রার্থী বিজয়ী হয়েছেন। তারা হলেন, মোঃ রেজাউল করিম গংগাপুর ইউনিয়ন বোরহানউদ্দিন, মোঃ মহিবুল্লাহ মৃর্ধা সাচড়া ইউনিয়ন বোরহানউদ্দিন, এ কে এম সহিদুল্লাহ চাঁদপুর ইউনিয়ন তজুমদ্দিন, মোঃ আবু তাহের চাঁচড়া ইউনিয়ন তজুমদ্দিন, মোঃ রাসেল শম্ভুপুর ইউনিয়ন তজুমদ্দিন,আব্দুল হাই চর মাদ্রাজ ইউনিয়ন চরফ্যাশন, মোঃ কাউছার চর কলমী ইউনিয়ন চরফ্যাশন, সেলিম হোসেন হাজারীগঞ্জ ইউনিয়ন চরফ্যাশন, মাহাবুব আলম এওয়াজপুর ইউনিয়ন চরফ্যাশন, মোঃ নাজিম উদ্দীন জাহানপুর ইউনিয়ন চরফ্যাশন, নিজাম উদ্দিন হাজির হাট ইউনিয়ন মনপুরা, মোঃ অলি উল্লাহ দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন মনপুরা।
                                
 
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            