পটুয়াখালী জেলা প্রশাসক কর্তৃক আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় নির্মিত ঘর সরেজমিনে পরিদর্শন
 
                                                                                                পটুয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন রাঙ্গাবালী উপজেলার রাঙ্গাবালী ও ছোট বাইশদিয়া ইউনিয়নে অবস্থিত আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় নির্মিত ঘরগুলো সরেজমিনে পরিদর্শন করেন। নির্মিত ঘরের সামগ্রিক অবস্থা পর্যবেক্ষণ করে তিনি সন্তোষ প্রকাশ করেন। এসময় উপকারভোগীদের সাথেও তিনি মতবিনিময় করেন। প্রধানমন্ত্রীর এই মহতী উদ্যোগের জন্য উপকারভোগীগণ প্রধানমন্ত্রীর প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
এছাড়াও দৈনিক নবচেতন ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় প্রকাশিত ''মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার দুটি ঘর বরাদ্দ নিয়ে একটি দ্বিতল ঘর নির্মাণ'' শীর্ষক প্রতিবেদন এর বিষয়ে বর্ণিত স্থানে সরেজমিনে পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে স্থানীয় জনগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া ও জনপ্রতিনিধিদের বক্তব্য থেকে জানা যায়, প্রতিবেদনটি ভিত্তিহীন এবং মুজিববর্ষের ঘরের সাথে এর কোন সম্পৃক্ততা নেই। 
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রাঙ্গাবালী উপজেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ জহির উদ্দিন আহম্মেদ, রাঙ্গাবালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাশফাকুর রহমান; রাঙ্গাবালী থানা অফিসার ইন চার্জ; রাঙ্গাবালী এলজিইডি উপজেলা প্রকৌশলী; রাঙ্গাবালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা; সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্যসহ অন্যান্য ব্যক্তিবর্গ।
                                
 
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            