বিধি-নিষেধের দ্বিতীয় দিনে খুলনায় দিনব্যাপী মোবাইল কোর্ট পরিচালিত
 
                                                                                                দেশব্যাপী করোনাভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) বিস্তার রোধকল্পে ২৩ জুলাই থেকে সরকারঘোষিত কঠোরতম বিধি-নিষেধের দ্বিতীয় দিনে খুলনা জেলা ও মহানগরীতে দিনব্যাপী মোবাইল কোর্ট পরিচালিত হয়। 
উপজেলায় স্ব স্ব উপজেলা নির্বাহী অফিসার ও এসিল্যান্ডদের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়। খুলনা মহানগরীতে ৮ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে দিনভর পরিচালিত মোবাইল কোর্টে ৫৩ জনকে ৫৩ মামলায় ৩৭,৯০০/- জরিমানা করা হয়। মোবাইল কোর্টের অভিযানে সেনাবাহিনী, বিজিবি, এপিবিএন, পুলিশ ও আনসার সদস্যগণ প্রয়োজনীয় সহায়তা প্রদান করেন।
                                
 
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            