আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেন নাটোর জেলা প্রশাসক
 
                                                                                                আজ নাটোরের বড়াইগ্রাম উপজেলার উপলশহর আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেন নাটোর জেলা প্রশাসক শামীম আহমেদ। এসময় আশ্রয়ণ প্রকল্প এলাকার শিশুদের মানসিক বিকাশের জন্য তিনি একটি শিশু পার্ক উদ্বোধন করেন। ছোট পরিসরে এই শিশু পার্কে চারটি রাইডস সংযোজন করা হয়েছে। এছাড়া তিনি আশ্রয়ন প্রকল্পের বিভিন্ন পরিবারের খোঁজ খবর নেন এবং প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৬৫ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), নাটোর; উপজেলা নির্বাহী অফিসার, বড়াইগ্রাম; জেলা ত্রাণ ও পুনর্বাসন  কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
                                
 
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            