দামুড়হুদা থানাধীন নাটুদহ ও চারুলিয়া পুলিশ ক্যাম্প পরিদর্শন করলেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম
 
                                                                                                চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম শনিবার দামুড়হুদা থানাধীন নাটুদহ ও চারুলিয়া পুলিশ ক্যাম্প পরিদর্শন করেন।
পরিদর্শনকালে ক্যাম্প এলাকায় সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা সহ সরকার ঘোষিত লকডাউন শতভাগ বাস্তবায়ন, ওয়ারেন্ট তামিল, মাদক বিরোধী অভিযান, কিশোরগ্যাং নির্মূল, ক্যাম্প এলাকায় নিয়মিত টহল জোরদার সহ নিয়মিতভাবে বিট পুলিশিং কার্যক্রম পরিচালনার নির্দেশ প্রদান করেন। মহামারী করোনা ভাইরাস প্রাদুর্ভব  রোধকল্পে স্বাস্থ্যবিধি মেনে সতর্ক অবস্থায় সকলকে ডিউটি পালন করার নির্দেশ প্রদান করেন।
                                
 
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            