শিক্ষা সহায়ক আরো আধুনিক ও কার্যকরী পদক্ষেপ গ্রহনের আহ্বান জানালেন রংপুরের এসপি
আজ রংপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে (শৈলী ভবন) করোনা পরিস্থিতিতে শিক্ষা ব্যবস্থা, উত্তরণের উপায় ও আমাদের করনীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ এর সভাপতি ও জেলা পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার বিপিএম (বার), পিপিএম । অনুষ্ঠানের প্রধান অতিথি এই দূর্যোগ কালীন সময়ে শিক্ষকগনকে আরো গুরুত্ব সহকারে অনলাইন শিক্ষা কার্যক্রম সহ শিক্ষা সহায়ক আরো আধুনিক ও কার্যকরী পদক্ষেপ গ্রহনের নির্দেশ দেন। প্রতিষ্ঠানের অধ্যক্ষ জনাব প্রফেসর ড. কে এম জালাল উদ্দীন আকবর এর সভাপতিত্বে সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রেখে সকল শিক্ষকদের নিয়ে পরিচালনা পর্ষদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্য, ভিপি প্রশাসনিক, ভিপি একাডেমিক, শিক্ষক প্রতিনিধি সহ শিক্ষকগন তাদের কর্মপরিকল্পনা নিয়ে বক্তব্য দেন। অধ্যক্ষ প্রফেসর ড. কে এম জালাল উদ্দীন আকবর সকলকে ধন্যবাদ জানিয়ে মতবিনিময় সভার সমাপ্তি ঘোষনা করেন।