নীলফামারী জেলা ট্রাফিক পুলিশের ই-ট্রাফিক প্রসিকিউশন কার্যক্রমের উদ্বোধন
 
                                                                                                বুধবার নীলফামারী পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে সকাল ১১ ঘটিকায় জেলা পুলিশের আয়োজনে নীলফামারী জেলা ট্রাফিক পুলিশের ই-ট্রাফিক প্রসিকিউশন উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল দেবদাস ভট্টাচার্য্য, বিপিএম। তিনি ভার্চুয়ালি নীলফামারী জেলা ট্রাফিক পুলিশের ই-ট্রাফিক প্রসিকিউশন কার্যক্রম এর উদ্বোধন করেন।
                                
 
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            