এস আই আতিকুজ্জামান কে কুপিয়ে জখমের ঘটনায় পুলিশ সুপারের প্রেস বিজ্ঞপ্তি
 
                                                                                                খন্দকার রবিউল ইসলাম (রাজবাড়ী):
রাজবাড়ীর কালুখালি উপজেলার মাঝবাড়ী ইউনিয়নের সোনাপুর বাজারে আসামি ধরতে গিয়ে  পুলিশের এক উপপরিদর্শক (এসআই)আশিকুজ্জামান মারধর ও তাঁকে ছুরিকাঘাতের ঘটনায় প্রেস বিজ্ঞপ্তিত দিয়েছে রাজবাড়ী পুলিশ সুপার।
২৬জুন শনিবার দুপুরে সোনাপুর বাজারের অটোরিক্সার স্ট্যান্ডের দায়িত্বে থাকা সবুজ নামে একজন লাইন ম্যানকে ধরাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। প্রথমকি ভাবে জানা যায় কালুখালীর মাঝবাড়ির চাঞ্চল্যকর রবিউল হত্যা মামলার আসামি ধরতে গিয়ে এ হামলার শিকার হন এসআই আশিকুজ্জামান।
প্রেস রিলিজে বলা হয়ঃ 
আসামী কর্তৃক কালুখালী থানার এসআই(নিঃ)/আশিকুজ্জামান ছুরিকাঘাতে গুরুতর রক্তাক্ত জখম হওয়ার বিষয়ে প্রেস রিলিজ।
কালুখালী থানার জিডি নং-১১৭৪, তারিখ-২৬/০৬/২০২১ মূলে এসআই(নিঃ) আশিকুজ্জামান সঙ্গীয় কনস্টবল/৩০০ রাকিবুল ইসলাম রনি গােপন সংবাদের ভিত্তিতে কালুখালী থানার জিআর নং-৬৪/২০ এর গ্রেফতারী পরােয়ানা ভুক্ত আসামী বাবুল মােল্লা, পিতা-মৃত আইনুদ্দিন মােল্লা, সাং-বেতবাড়ীয়া, থানা-কালুখালী, জেলারাজবাড়ীকে গ্রেফতার করার নিমিত্তে কালুখালী থানাধীন সােনাপুর বাজারে যায়। সােনাপুর বাজারে যাওয়ার পর অদ্য ২৬/০৬/২০২১ তারিখ দুপুর অনুমানিক ১২:৩০ ঘটিকায় সােনাপুর বাজারস্থ চার রাস্তার মােড় ব্রীজ সংলগ্ন অটোস্ট্যান্ড হতে সবুজ মােল্লাকে গ্রেফতার করে। তখন গ্রেফতারকৃত সবুজ মােল্লার দেহ তল্লাশী করে তার পরিহিত প্যান্টের ডান পকেট হতে ০১টি গিয়ার চাকু পেয়ে এসআই(নিঃ)/আশিকুজ্জামান চাকুটি নিয়ে তার সঙ্গীয় কনস্টবল/৩০০ রাকিবুল ইসলাম রনি এর নিকট দেয় এসআই(নিঃ)/আশিকুজ্জামান গ্রেফতারকৃত সবুজ মােল্লাকে মােটরসাইকেলে উঠতে বললে গ্রেফতারী পরােয়ানাভুক্ত আসামী বাবুল মােল্লার ভাই রিপন মােল্লা এসে বলে, “এই তুই গাড়ীতে উঠিস না, আমি বিষয়টি দেখছি”। এ কথা বলে রিপন মােল্লা চিৎকার চেচামেচি করে লােকজন জড় করে। তখন ১। সবুজ, ২। রিপন, ৩। শিমুল, ৪। বাতেন, ৫। লিটন, ৬। টুটুলসহ অজ্ঞাতনামা ৫/৬ জন গ্রেফতারে বাধা প্রদান করে এসআই(নিঃ)/আশিকুজ্জামান এবং কনস্টবল/৩০০ রাকিবুল ইসলাম রনিকে মারপিট করে। মারপিটের এক পর্যায়ে সবুজ মােল্লা কনস্টবল/৩০০ রাকিবুল ইসলাম রনির হাতে থাকা গিয়ার চাকুটি জোরপূর্বক ছিনিয়ে নিয়ে হত্যার উদ্দেশ্যে এসআই(নিঃ) আশিকুজ্জামান এর পেটে ছুরিকাঘাত করে। আঘাতের ফলে এসআই/আশিকুজ্জামান এর পেটের ডান পাশে মারাত্মক কাটা রক্তাক্ত জখম হয়। তারা গ্রেফতারকৃত সবুজ মােল্লাকে জোরপূর্বক ছিনিয়ে নেয়। এসআই(নিঃ)/আশিকুজ্জামান গুরুতর আহত অবস্থায় সঙ্গীয় কনস্টেবল রনিসহ সােনাপুর বাজারস্থ জনৈক আঃ সালামের ফার্মেসীতে প্রাথমিক চিকিৎসার জন্য যায়। আক্রমণকারীরা পুনরায় উক্ত ফার্মেসীতে গিয়ে তাদের উপর আক্রমন করে এসআই(নিঃ)/আশিকুজ্জামানকে ব্যাপক মারপিট করে এবং আঃ সালামের ফার্মেসী ভাংচুর করে। জরুরি ডিউটিতে কর্তব্যরত এসআই(নিঃ)/মােঃ জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্সসহ দ্রুত সােনাপুর বাজারে আঃ সালামের ফার্মেসীতে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আহত এসআই(নিঃ)/আশিকুজ্জামানকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরবর্তীতে এসআই(নিঃ)/আশিকুজ্জামান এর অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রাজবাড়ী সদর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করেন। এসআই(নিঃ)/আশিকুজ্জামানকে গুরুতর অবস্থায় রাজবাড়ী সদর হাসপাতালে অস্ত্রপাচার করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।
                                
 
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            