ঢাকা জেলা পুলিশের রিজার্ভ অফিসের বার্ষিক পরিদর্শনে পুলিশ সুপার
 
                                                                                                গতকাল সোমবার ২৮ জুন ২০২১ইং তারিখ ঢাকা জেলার মিল ব্যারাক পুলিশ লাইন্সে অবস্থিত ঢাকা জেলা পুলিশের রিজার্ভ অফিসের বার্ষিক পরিদর্শন করেন ঢাকা জেলা পুলিশ সুপার মো. মারুফ হোসেন সরদার (বিপিএম, পিপিএম)।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আশরাফুল ইসলাম (প্রশাসন), অতিরিক্ত পুলিশ সুপার মো. হুমায়ুন কবীর (অপরাধ দক্ষিণ), অতিরিক্ত পুলিশ সুপার মো. নাসিম মিয়া, (সদর), সহকারী পুলিশ সুপার মমিনুল হাসান (ডিএসবি) ঢাকা জেলাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
                                
 
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            