গোয়ালন্দ পৌরসভার বাজেট ঘোষণা
 
                                                                                                খন্দকার রবিউল ইসলাম (রাজবাড়ী) : বুধবার (৩০জুন) দুপুরে রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ২০২১-২০২২ অর্থ বছরের জন্য মোট ৫০কোটি৩৭লাখ ৯৫হাজার ৮৬৩টাকার বাজেট ঘোষণা করা হয়। 
পৌর মেয়রের কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে অনুষ্ঠানিক ভাবে এ বাজেট ঘোষণা করেন পৌর মেয়র মোঃ নজরুল ইসলাম মন্ডল।
প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩কোটি ৮৩লাখ ৮৫হাজার টাকা এবং রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৩কোটি ৬৮লাখ৮৫হাজার টাকা। রাজস্ব উদ্ধৃত্ত ১৫লাখ টাকা। মোট উন্নয়ন আয়ের লক্ষ্যমাত্রা প্রকল্প সহ ৪৬কোটি ৭লাখ ৯৮ হাজার ৫৫৬টাকা। এতে মোট উন্নয়ন ব্যয় (প্রকল্প সহ) ৪৬ কোটি ৭লাখ ৪৮হাজার ৫৫৬টাকা। মোট উন্নয়ন উদ্ধৃত্ত প্রকল্প সহ ৫০হাজার টাকা। মোট মূলধন আয় ৪৬লাখ১২হাজার ৩০৭টাকা। ২২লাখ ১২হাজার ৩০৭ টাকা উদ্বৃত্ত ধরা হয়েছে।
বাজেট ঘোষণা কালে গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম বলেন, ‘এই বাজেট আগামী দিনের শহর উন্নয়ন, শিক্ষার মান উন্নয়ন ও সম্প্রসারণ এবং নাগরিক সেবার মান বৃদ্ধির মাধ্যমে জনগণের আশা-আকাঙ্খা পূরণের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভুমিকা রাখবে।’
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আজিজুল হক মামুন,সরকারি কামরুল ইসলাম কলেজের অধক্ষ্য আব্দুল হালিম তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) মোঃ রফিকুল ইসলাম, পৌরসভার প্যানেল মেয়র ফজলুল হক, সচিব রুহুল আমিন, হিসাব রক্ষণ কর্মকর্তা মো. ওম্বার আলী।
বাজেট ঘোষনা অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে পৌর মেয়র তার বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন ও বিভিন্ন প্রশ্নের খোলা মেলা উত্তর দেন।

 
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            