কঠোর বিধি-নিষেধ বাস্তবায়নে বিরামহীন ফেনী জেলা পুলিশ
 
                                                                                                করোনাভাইরাস জনিত রোগ (কোভিড-১৯)-এর বিস্তার রোধকল্পে সরকার ঘোষিত কঠোর বিধি-নিষেধ বাস্তবায়নে আজ বিরামহীনভাবে কাজ করে যাচ্ছে ফেনী জেলা পুলিশ। 
অসংখ্য চেকপোস্ট স্থাপন, কনভয় প্যাট্রোলিং, অলিগলিতে নজরদারি, ট্রাফিক পুলিশের বিশেষ তৎপরতাসহ সমগ্র দেশের মানুষকে নিরাপদ রাখতে নিরলস পরিশ্রম করছে বাংলাদেশ পুলিশ। যথাযথ বিধি-নিষেধ মেনে চলে নিজে সুরক্ষিত থেকে পরিবার ও দেশকেও সুরক্ষিত রাখতে তারা জনসাধারণের প্রতি অনুরোধ করেন।
                                
 
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            