ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন পয়েন্টে দায়িত্ব পালন করছে জেলা পুলিশ
 
                                                                                                আজ ৬ জুলাই করোনাভাইরাস জনিত রোগ কোভিড-১৯ এর বিস্তার রোধকল্পে সরকারী লকডাউনবিধি-নিষেধ বাস্তবায়নকল্পে বিশেষ বিধি-নিষেধ আরোপে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের সার্বিক দিক-নির্দেশনা বাস্তবায়নে  সরাইল অফিসার ইনচার্জ থানা মোঃ আসলাম হোসেনের নির্দেশে পুলিশ পরিদর্শক( তদন্ত) মোঃ কবির হোসেনের উপস্থিতিতে মোবাইল ডিউটির সমন্বয়ে সরাইল থানাধীন উচালিয়াপাড়া মোড় এলাকায় চেকপোষ্ট ডিউটি করা হয়। জনসাধরণকে সচেতন করেন। এছাড়াও সরাইল থানা এলাকায় বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট ডিউটি অব্যাহত আছে।
                                
 
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            