শোলাকিয়া জঙ্গি হামলায় নিহতদের স্মরণে পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ এর শ্রদ্ধা
 
                                                                                                ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের ঈদ-উল-ফিতরের জামায়াতের পূর্বে ঈদাগাহের পশ্চিম দিকে আজিম উদ্দিন স্কুল সংলগ্ন মুফতি মোহাম্মদ আলী জামে মসজিদের সামনে তল্লাশী চৌকিতে জঙ্গি হামলায় নিহত পুলিশ সদস্যদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ উপলক্ষে  বুধবার সকালে ঈদগাহ রোডে দুই পুলিশ সদস্যের স্মরণে স্থাপিত স্মৃতিফলকে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার)। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাক সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) অনির্বাণ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইব্রাহিম হোসেন, কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক প্রমুখ। পরে নিহত পুলিশ সদস্য ও ওইদিনের ঘটনায় নিহত গৃহবধুর স্মরণে মোনাজাত করা হয়।
উল্লেখ্য ২০১৬ সনের ৭ জুলাই জঙ্গি হামলায় কর্তব্যরত পুলিশ কনস্টেবল আনছারুল হক ও জহিরুল ইসলাম এবং সবুজবাগ এলাকার গৃহবধূ ঝর্ণা রাণী ভৌমিক ঘটনাস্থলে নিহত হয়। এ ছাড়া ১২ পুলিশ সদস্য এবং চার মুসুল্লি গুরুতর আহত হন।
                                
 
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            