আইন বহির্ভূত যান চলাচল ঠেকাতে তৎপর পিরোজপুর জেলা পুলিশ
 
                                                                                                করোনা সংক্রমণ রোধে  সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ ও লকডাউন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে পিরোজপুর জেলা পুলিশ। জেলার সকল গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে পুলিশ চেকপোস্ট। জেলার সকল থানা এলাকার জনসমাগম নিয়ন্ত্রন এবং আইন বহির্ভূত  যান চলাচল ঠেকাতে জেলা পুলিশ তৎপর রয়েছে।
                                
 
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            