জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়ন এর শ্রমিকদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করলো যশোর জেলা পুলিশ
 
                                                                                                আজ পুরাতন বাস টার্মিনাল নীলগঞ্জে অবস্থিত জেলা পরিবহন সংস্থার প্রধান কার্যালয়ে জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-খুলনা-২২৭) এর ৮০ জন শ্রমিকদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছে যশোর জেলা পুলিশ।
যশোর জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএম এর নির্দেশনায় শ্রমিকদের মাঝে জেলা পুলিশের পক্ষ থেকে খাদ্য সহায়তা প্রদান করেন যশোর জেলার অতিরিক্ত পুলিশ সুপার “ক” সার্কেল মোহাম্মদ বেলাল হোসাইন। অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন বলেন, বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সারা দেশের ন্যায় যশোর জেলাতেও চলছে কঠোর লকডাউন, যার ফলে পরিবহন চলাচল বন্ধ রয়েছে। আর এজন্য পরিবহন সেক্টরের সাথে জড়িত সকল শ্রমিক অনেকটাই কর্মহীন হয়ে পরেছে। আমরা জেলা পুলিশ করোনা প্রথম ধাপ থেকেই চেষ্টা করে যাচ্ছি সমাজের সকল পেশাজীবি মানুষের পাশে দাঁড়াতে, আর তারই ধারাবাহিকতায় আজকের এই কর্মসূচি। একই সাথে উপস্থিত সকলকে করোনা সংক্রমণ এড়াতে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়ন এর সাধারণ সম্পাদক সেলিম রেজা মিঠু, যশোর জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ(ভারপ্রাপ্ত) রুপন কুমার সরকার, পিপিএমসহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ।
                                
 
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            