পদোন্নতি প্রাপ্ত নায়েককে র্যাঙ্কব্যাজ পরিয়ে দেন জয়পুরহাট জেলার পুলিশ সুপার
 
                                                                                                জয়পুরহাট জেলা পুলিশের  কনস্টেবল পদ থেকে নায়েক পদে একজনকে পদোন্নতি প্রদান করা হয়েছে। জয়পুরহাট জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম পদোন্নতির র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন এবং নিজেকে দক্ষ হিসেবে গড়ে তুলে জনগণকে সর্বোচ্চ সেবা দানে দিক-নিদের্শনা প্রদান করেন। 
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) মোঃ তরিকুল ইসলাম।
                                
 
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            