কিশোরগঞ্জে ২০০ দুস্থ ও অসহায় মানুষের মধ্যে পুনাকের খাবার বিতরণ
 
                                                                                                কিশোরগঞ্জে ২০০ দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে খাবার বিতরণ করেছে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। গতকাল সোমবার ১২ জুলাই ২০২১ইং তারিখ বেলা সাড়ে ১১টায় কিশোরগঞ্জ পুলিশ লাইন্সে দুস্থদের মধ্যে এ খাবার বিতরণ করা হয়।
স্বাস্থ্যবিধি মেনে ২০০ অসহায় পরিবারের মধ্যে পুনাকের পক্ষ থেকে খাবার তুলে দেন কিশোরগঞ্জ পুনাক সভানেত্রী মাহফুজা নাজনীন দিষার চৌধুরী। এ সময় কিশোরগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
এ বিষয়ে কিশোরগঞ্জ পুনাক সভানেত্রী মাহফুজা নাজনীন দিষার চৌধুরী বলেন, দেশের দুর্যোগ মুহূর্তে আমাদের এ কার্যক্রম চলমান থাকবে। দুস্থ ও অসহায় মানুষদের মধ্যে খাবার বিতরণের সময় পুনাক সভানেত্রীর সাথে পুনাকের অন্যান্য নেত্রী ও সদস্যরা উপস্থিত ছিলেন।
কিশোরগঞ্জ পুনাক সভানেত্রী মাহফুজা নাজনীন দিষার চৌধুরী-এর ব্যতিক্রম এ উদ্যোগে খাবার পেয়ে অসহায় মানুষজন স্বস্তি প্রকাশ করেন। 
সংশ্লিষ্টরা জানিয়েছেন, কিশোরগঞ্জ পুনাক খাবার বিতরণ ছাড়াও অসহায় শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ, ঈদবস্ত্র বিতরণসহ নানা মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।
চলমান করোনা মহামারিতে পুনাক প্রায়ই গরীব ও দুস্থ মানুষের পাশে থেকে তাদের মধ্যে খাবার ও পানীয় বিতরণ করে আসছে।
                                
 
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            