লকডাউনের ৭ম দিনে নীলফামারী জেলা পুলিশের কর্মতৎপরতা
 
                                                                                                বৃহস্পতিবার (২৯ জুলাই/২০২১) তারিখ সরকার ঘোষিত ১৪ দিনের লকডাউনের আজ ছিল ৭ম দিন। লকডাউন সফল করতে নীলফামারী জেলা পুলিশ জেলার  শহরের বড়বাজার, পৌর-মার্কেট, চৌড়াঙ্গী মোড়, বঙ্গবন্ধু চত্বর, পেট্রোল পাম্প মোড়, ডিমলা প্রধান গেট সংলগ্ন রাস্তায, রাবেয়া চিকলী ইত্যাদি স্থানে চেকপোস্ট স্থাপন করে পুলিশের তৎপরতা অব্যাহত রেখেছে। এসময় চেকপোস্ট থেকে বিধিনিষেধ বাস্থবায়নের সাথে সাথে জনসচেতনতামূলক কাজও করে জেলা পুলিশ।
                                
 
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            