শরীয়তপুরে অবসর পাওয়া পুলিশ পরিদর্শককে বাড়ি পৌঁছে দিলেন পুলিশ সুপার
 
                                                                                                শরীয়তপুর জেলায় কর্মরত অবসর পাওয়া পুলিশ পরিদর্শক (সঃ)মোঃ সিরাজুল ইসলামকে আনুষ্ঠানিকভাবে সুসজ্জিত গাড়িতে করে বাড়িতে পৌঁছে দিলেন পুলিশ সুপার এস.এম. আশরাফুজ্জামান।
শরীয়তপুরে গতকাল শুক্রবার ০৪ জুন ২০২১ইং তারিখ সকাল ১০ টায় পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামানের নির্দেশে জেলা পুলিশের আয়োজনে  জেলায় কর্মরত অবসর পাওয়া পুলিশ লাইন্সের আর.আই পুলিশ পরিদর্শক (সঃ)মোঃ সিরাজুল ইসলামকে আনুষ্ঠানিকভাবে সুসজ্জিত গাড়িতে করে শরীয়তপুর পুলিশ লাইন্স থেকে তার নিজ বাড়ি ফরিদপুর জেলার বোয়ালামরীতে পৌঁছে দেওয়া হয়। 
এ উদ্যোগের জন্য অবসর পাওয়া পুলিশ সদস্যরা পুলিশ সুপারকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। এ সময় পুলিশ লাইন্সে উপস্থিত ছিলেন মোঃ ছলেমান, ভারপ্রাপ্ত আরআই, পুলিশ পরিদর্শক (সঃ)মোঃ বখতিয়ার, রিজার্ভ অফিসের আরও-১ মোঃ মতিউর রহমান, এসআই/সঃ  মোঃ ছিদ্দিকুর রহমান, এএসআই/নিঃ মোঃ রাসেল মন্ডলসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের অফিসার ও ফোর্সরা।
                                
 
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            