সাতক্ষীরায় অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে পুলিশ সুপারের মতবিনিময়
 
                                                                                                সাতক্ষীরায় গতকাল বুধবার ৯ জুন ২০২১ইং তারিখে ভার্চুয়াল মাধ্যম জুম মিটিংয়ের আয়োজন করা হয়। সাতক্ষীরা পুলিশ লাইন্স স্কুলে অনলাইনে অভিভাবকদের সঙ্গে এ সমাবেশ করা হয়। মোট ৪১০ জন অভিভাবক এ জুম মিটিংয়ে অংশ নেন। 
অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গে  পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) মতবিনিময় করেন। করনাকালীন সময়ে শুরু থেকেই জেলা পুলিশ লাইনস স্কুলে অনলাইনে নিয়মিত ক্লাস অনুষ্ঠিত হচ্ছে। বর্তমানে জুম আইডির মাধ্যমে শিক্ষার্থীদের উপস্থিতি এবং মানসম্মত শিক্ষা দেওয়ার জন্য আনুষ্ঠানিক পর্ব শুরু হয়েছে। গতকাল বুধবার মতবিনিময়ের মাধ্যমে অভিভাবকদের মতামত নিয়ে এ ক্লাসসমূহকে আরও মানসম্মত করা হবে। 
এ ভার্চুয়াল মাধ্যম জুম মিটিংয়ের  থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানান পুলিশ সুপার।
                                
 
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            