শিরোনাম

স্থলবন্দর কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান অতিরিক্ত সচিব মো. আলমগীর

 প্রকাশ: ১৬ জুন ২০২১, ০২:৪৮ অপরাহ্ন   |   স্থল-নৌ-বিমান বন্দর




বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান হিসেবে যোগ দিয়েছেন অতিরিক্ত সচিব মো. আলমগীর। এর আগে তিনি প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে তিন বছরের অধিক সময় কর্মরত ছিলেন। এছাড়া তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এবং পরিবেশ অধিদপ্তরে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি বিসিএস অষ্টম ব্যাচের কর্মকর্তা।


মো. আলমগীর সিঙ্গাপুর ন্যাশনাল ইউনির্ভাসিটি থেকে পাবলিক পলিসিতে গ্র্যাজুয়েশন এবং যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় ও যুক্তরাজ্যের সাসেক্স বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি লাভ করেন। 

স্থল-নৌ-বিমান বন্দর এর আরও খবর: