হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি শুরু
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ৬দিন বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যকার পণ্য আমদানি-রফতানি বাণিজ্যসহ বন্দরের ভেতরের সব কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে।
গতকাল রোববার বেলা ১১টায় ভারত থেকে পণ্যবাহী ট্রাক দেশে প্রবেশের মধ্য দিয়ে বন্দর দিয়ে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম শুরু হয়। তবে বন্দরের পুরো কার্যক্রম স্বাভাবিক হতে আরও দুই থেকে চারদিন সময় লাগবে বলে জানান ব্যবসায়ীরা।
হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান জানান, ঈদুল আজহা উপলক্ষে ১৯ থেকে ২৪ জুলাই পর্যন্ত টানা ৬দিন বন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম বন্ধ ছিল। ঈদের ছুটি শেষে গতকাল রোববার সকাল থেকে বন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে।
এছাড়া বন্দর এলাকা ঘুরে দেখা যায় কর্মরত শ্রমিকরা তাদের কাজে যোগ দেয়ায় বন্দরের ভেতরে ভারতীয় ট্রাক থেকে পণ্য নামানো, ওঠানো, ডেলিভারি দেয়াসহ সব কার্যক্রম শুরু হয়েছে।