শিরোনাম

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি শুরু

 প্রকাশ: ২৬ জুলাই ২০২১, ০২:২৫ অপরাহ্ন   |   স্থল-নৌ-বিমান বন্দর


পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ৬দিন বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যকার পণ্য আমদানি-রফতানি বাণিজ্যসহ বন্দরের ভেতরের সব কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে।

গতকাল রোববার বেলা ১১টায় ভারত থেকে পণ্যবাহী ট্রাক দেশে প্রবেশের মধ্য দিয়ে বন্দর দিয়ে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম শুরু হয়। তবে বন্দরের পুরো কার্যক্রম স্বাভাবিক হতে আরও দুই থেকে চারদিন সময় লাগবে বলে জানান ব্যবসায়ীরা।

হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান জানান, ঈদুল আজহা উপলক্ষে ১৯ থেকে ২৪ জুলাই পর্যন্ত টানা ৬দিন বন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম বন্ধ ছিল। ঈদের ছুটি শেষে গতকাল রোববার সকাল থেকে বন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে।

এছাড়া বন্দর এলাকা ঘুরে দেখা যায় কর্মরত শ্রমিকরা তাদের কাজে যোগ দেয়ায় বন্দরের ভেতরে ভারতীয় ট্রাক থেকে পণ্য নামানো, ওঠানো, ডেলিভারি দেয়াসহ সব কার্যক্রম শুরু হয়েছে।

স্থল-নৌ-বিমান বন্দর এর আরও খবর: