বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ওয়েবিনার
বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং স্থলবন্দর সেবা সপ্তাহ (১৪-২০ জুন) উদযাপন উপলক্ষে সম্প্রতি একটি ওয়েবিনারের আয়োজন করা হয়। এ ওয়েবিনারের বিষয়বস্তু ছিল ‘মুজিববর্ষের অঙ্গীকার, স্থলপথে বাণিজ্যের প্রসার।’ স্থলবন্দর কর্তৃপক্ষের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী। সভাপতিত্ব করেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. আলমগীর। এছাড়া কর্তৃপক্ষের সদস্য, পরিচালকসহ কর্মকর্তা-কর্মচারীরা এতে অংশ নেন।