বিশিষ্ট ব্যাংকার হাবিবুর রহমানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ
 
                                                                                                বিশিষ্ট ব্যাংকার আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড (এআইবিএল)-এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ।  দুই বছর আগে এই দিনে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬৫ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। পরম করুনাময় আল্লাহ তায়ালার দরবারে মরহুমের রুহের মাগফেরাত কামনায় তাঁর স্ত্রী ও দুই ছেলেসহ পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। 
মরহুম মো. হাবিবুর রহমান ২০১৩ সালের জুলাই মাস থেকে ২০১৮ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ইসলামী ব্যাংক বাংলাদেশের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। ১৯৭৮ সালে সোনালী ব্যাংকে প্রবেশনারী অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে তিনি ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। দীর্ঘ ৪১ বছরের ব্যাংকিং ক্যারিয়ারে তিনি বিভিন্ন দায়িত্বশীল পদে দায়িত্ব পালনের মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ১৯৫৪ সালের ১ জানুয়ারি তিনি বরিশালে জন্মগ্রহণ করেন।

 
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            